শিরোনাম
১৭ অক্টোবর, ২০২১ ১৯:১৯

কাপাসিয়ায় ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৫০ জন

গাজীপুর প্রতিনিধি:

কাপাসিয়ায় ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৫০ জন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। শেষ দিনে ১১ ইউনিয়নে সরকার দলীয় মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫০ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। 

কাপাসিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল বাশার জানান, আজ বিকেল পাঁচটা পর্যন্ত চেয়ারম্যান পদে কাপাসিয়া সদর ইউনিয়নে ৭ জন, চাঁদপুর ইউনিয়নে ৩ জন,  দুর্গাপুর ইউনিয়নে ৫ জন, সিংহশ্রী ইউনিয়নে ৩ জন, রায়েদ ইউনিয়নে ৫ জন, বারিষাব ইউনিয়নে ৭ জন, ঘাগুটিয়া ইউনিয়নে ৪ জন, সনমানিয়া ইউনিয়নে ৫ জন, তরগাঁও ইউনিয়নে ৪ জন, কড়িহাতা ইউনিয়নে ৪ জন এবং টোক ইউনিয়নের ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১১১ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

তফসিল অনুযায়ী আগামী ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্ধ হবে ২৭ অক্টোবর। প্রতীক বরাদ্ধ হওয়ার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা শুরু করবে। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর