২১ অক্টোবর, ২০২১ ১২:৪৬

চরঝাপটায় জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি

চরঝাপটায় জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষ, আহত ১০

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীর চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা অংশে নৌ পুলিশের সঙ্গে ইলিশ জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সালাম, এ এস আই ফয়সাল, এস আই শাহ আলম, কনস্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের মধ্যে কনষ্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। 

নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা জানায়, চরঝাপটা এলাকায় মেঘনা নদীতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছিলেন। সেসময় তাদের বাধা দিলে পুলিশের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালায় জেলেরা। পরে পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহত জেলেদের চিকিৎসা দেওয়ার পর তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর