২১ অক্টোবর, ২০২১ ১৫:০৫

চরভদ্রাসনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিট পুলিশিং সভা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

চরভদ্রাসনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিট পুলিশিং সভা

বিট পুলিশিং সভা।

ফরিদপুরের চরভদ্রাসনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যবসায়ীদের সাথে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন থানার উদ্যোগে বুধবার রাত ৯টার দিকে চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপ-পরিদর্শক তুহিন বালা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, ব্যবসায়ী মো. আজাহার ও সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমুখ।

উপ-পরিদর্শক সৈয়দ আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তারা কোনো প্রকার গুজব ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার করণীয় বিষয়ে আলোচনা করেন।

বিডি-প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর