গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় অটোরিকশা সাথে বাসের সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছে। নিহত হলেন, ফরিদপুর সদর উপজেলার শ্যামসুন্দর এলাকার জয়নুদ্দিন পারমানিকে ছেলে ইসাক পারমানিক (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহন সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ইসাক পারামানিক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সালনা হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম