কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক, বাল্যবিবাহ, স্মার্ট ফোনে আসক্তি ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে ওই এলাকার শিক্ষার্থীরা। বুধবার দুপুরে কাছারী পয়ড়াডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে তাদের এ শপথ বাক্য পাঠ করান স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
পরে কাওসার আলম সোহেলের সভাপতিত্বে এ শপথ অনুষ্ঠানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মন্ডল, মোস্তাফিজুর রহমান, সংগঠনের উপজেলা শাখার আহবায়ক সদস্য রেদওয়ান আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ