দিনাজপুরের বীরগঞ্জে জগদল যুব সংঘের আয়োজনে হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সুজালপুর ইউপির জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।
এদিন দুপুর থেকেই খেলা দেখতে আসা কয়েক হাজার দর্শকের পদচারণায় মুখরিত হয়ে উঠে জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। খেলাকে ঘিরে মাঠে কিছু দোকানও বসে। একপর্যায়ে খেলা দেখতে আসা দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।
হা-ডু-ডু টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। মঙ্গলবার ফাইনাল খেলায় বীরগঞ্জ উপজেলার লক্ষীপুর মিতালী সংঘ এবং একই উপজেলার শিবরামপুর দল অংশগ্রহণ করেন। খেলায় লক্ষীপুর মিতালী সংঘ ৯৪ পয়েন্ট এবং শিবরামপুর দল ৭১ পয়েন্ট অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। আর অপর দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়।
আয়োজক কমিটির সভাপতি মো. রোকনুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা। এসময় উপস্থিত ছিলেন সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম ফারুক।
আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদ সদস্য ভবেশ রায়, সুজালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তরিকুল ইসলাম, ব্যবসায়ী মো. সামিউল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই