আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান, টাঙ্গাইল র্যাব -১২ কম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া প্রমুখ। এসময় চারটি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম