মৌলভীবাজারের তিনটি ইউনিয়নের ৪ হাজার ১০টি চা শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হচ্ছে। চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন প্রতি পরিবারকে ৫ হাজার টাকার চেক দেয়া হচ্ছে। বুধবার সকালে উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়ের আয়োজনে টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান ও রাজনগর চা বাগানে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, রাজনগর সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রামলাল রাজভর, ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, নকুল চন্দ্র দাস, উপজেলা কৃষকলীগ সভাপতি মাহমুদুর রহমান, সেচ্ছাসেবক লীগের আবিায়ক আকমল হোসেন, সাবেক সহসভাপতি রেজাউল করিম সোহেল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মিনাজ মিয়া, ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ