মাদারীপুরে আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে দুর্বৃত্তদের হামলায় ৬ জন আহতের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জালালপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গেন্দু কাজীর সমর্থকরা বাড়িতে বাড়িতে ভোট চাইতে বের হয়। জালালপুর এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
এতে আহত হয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অন্তত ৬ জন কর্মী-সমর্থক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ