নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর পৌর শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার কুন্দল এলাকার রবিউল ইসলাম(৫০),শ্বাসকান্দর এলাকার আলম হোসেন (৫০) ও নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার জাহাঙ্গীর ভান্ডারী (৫৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই তিন শ্রমিক সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরিবহণ শ্রমিক ও চেইনমাস্টার জাহাঙ্গীর হোসেন মারা যান। এসময় রবিউল ইসলাম ও আলম হোসেন গুরুত্ব আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, ট্রাকটিকে আটক রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম