তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশটি ইউনিয়নে ৪৫৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯, সংরক্ষিত আসনের সদস্য পদে ১০৩ এবং সাধারণ সদস্য পদে ৩১৫ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নিকট মনোনয়নপত্র জমা দেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এসকল তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় মনোনয়নের বাইরে আওয়ামী লীগের নারান্দিয়া ইউনিয়নে চারজন। দুজন করে নাগবাড়ী, দশকিয়া, দুর্গাপুর ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র পরিচয়ে বল্লা, পাইকড়া, নারান্দিয়া ও সল্লা ইউনিয়নে একজন করে। সহদেবপুর ও গোহালিয়াবাড়ী ইউনিয়নে তিনজন। কোকডহরা ইউনিয়নে দুজনসহ মোট ১২জন বিএনপির প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের কৃষক শ্রমিক জনতা লীগের কোকডহরা, নাগবাড়ি ও সল্লা ইউনিয়নে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দশকিয়া ইউনিয়নে এক প্রার্থী মনোনয়নজমা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন