ফরিদপুরের চরভদ্রাসনে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। চরভদ্রাসনে ছয় জন, গাজীরটেকে পাঁচ জন ও চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য নয় জন মোট ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চরভদ্রাসনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন ছয় জন। নৌকা প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. খোকন মোল্যা(৩৯)। এছাড়া বর্তমান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খান (৫২),উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের(৫২),উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ (৪৩), চরভদ্রাসন উপজেলা ছাত্র দলের আহবায়ক মোহান্মদ সালাউদ্দীন (৩১) ও মো. সাজ্জাদ হোসেন (৬৩) মনোনয়নপত্র দাখিল করেছেন।
গাজীরটেক ইউনিয়নে মোট ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। নৌকা প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আহসানুল হক মামুন (৪৫)। অন্যরা হলেন বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রদল সহসভাপতি মো. ইয়াকুব আলী (৫৩),গাজীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক এর পুত্র মো. আয়নাল হক (৪২), মো. ফরহাদ হোসেন (৫০) ও সৈয়দ নিজামউদ্দীন (৬২)।
চর হরিরামপুর ইউনিয়নে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। নৌকা প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কবির হোসেন(৫০),অন্যরা হলেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপি সমর্থক আমীর হোসেন খান (৫৫), মো. ফরিদ মোল্যা (৪১), জুলহাস শিকদার (৫৫), মো. রফিকুল ইসলাম (৪১), মহান্মদ আলী (৫৭), মো. জাহাঙ্গীর কবীর (৩৮), মো. মোনায়েম খান (৬১) ও শেখ আলম (৩৪)।
বিডি প্রতিদিন/এএ