ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মো. নুর আলমের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও উকিল আবদুস ভূঁইয়া এমপির বিরুদ্ধে সম্প্রতি জাতীয় পার্টির সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে এ প্রতিবাদ মিছিলটি হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাতঃবাজারে গিয়ে শেষ হলে প্রতিবাদকারীরা সেখানে পথসভা করেন।
এ ব্যাপারে সাবেক এমপি ও জাতীয় পার্টির নেতা এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, আমি রাজনৈতিক বক্তব্য দিয়েছি। আমি কাউকে কটাক্ষ করে বক্তব্য দেই নাই। কারোর বিরুদ্ধে আমার কোন ব্যক্তিগত আক্রোশ নাই।
বিডি প্রতিদিন/এএ