ময়মনসিংহের ফুলপুরে আগুনে পুড়ে সামিয়া আক্তার নামে তিন বছর বয়সী এক মেয়ে গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভাইটকান্দি বাজারের পূর্ব পাশে ফছর উদ্দিনের বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে।
আহত শিশু সামিয়া ফছর উদ্দিনের ছেলে আজিজুল ইসলামের মেয়ে।
জানা যায়, কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত। শিশুটির মা তাকে কুপি বাতির নিকট শুয়ায়ে রেখে অন্য ঘরে গেলে হাতের ধাক্কায় বাতি বিছানায় পড়ে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের নিকট থেকে চিকিৎসা দেওয়া হয়। তবে তাকে এখনো হাসপাতালে নেওয়া হয়নি।
এদিকে, আগুনে তাদের মালামালসহ থাকার বড় একটি ঘর পুড়ে গেছে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন ও থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর