কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় ১০ হাজার পিস ইয়াবাসহ কামরুল আলম প্রকাশ কায়সার (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
উপজেলার সদর ইউনিয়নের বরইতলী ব্রীজ এলাকা থেকে গতকাল সোমবার রাতে তাকে আটক করা হয়। আটক যুবক হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মো. সফিউল্লাহর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব ১৫ ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে এক যুবককে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সামনে যুবককের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রিয়ের কাজে জড়িত থাকার কথা জানান। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির