বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের চার প্রার্থীসহ ১৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান রবিবার রাত পৌনে ৮টার দিকে এ তথ্য জানান।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে শিবগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৫টিতে জয় পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অপর ছয়টিতে পরাজিত হলেও জামানত হারান চারজন। এ চারটি ইউনিয়নগুলো হলো—রায়নগর, আটমুল, মাঝিহট্ট ও সৈয়দপুর।
মাঝিহট্ট ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল গফুর ভোট পেয়েছেন ৬৫০ ভোট, আটমুলে মিজানুর রহমান মিজান ভোট পেয়েছেন ৭৩৭টি, রায়নগরে শাহজাহান কাজী ভোট পেয়েছেন ৭৯৭টি এবং সৈয়দপুর ইউনিয়নের মহাতাব উদ্দিন ভোট পেয়েছেন ১২৭৫টি।
জামানত বাজেয়াপ্ত অন্য প্রার্থীরা হলেন—বুড়িগঞ্জ ইউনিয়নে আহসান হাবীব (প্রাপ্ত ভোট ৭৩৮), আব্দুল মান্নান প্রামানিক (৬৫৭), শিবগঞ্জ ইউনিয়নে আবু বকর সিদ্দিক (৯০৩), ফরিদুল মিঞা (৪১০), দেউলী ইউনিয়নে শহিদুল ইসলাম সরকার (১৮৮), শাহজাহান আলী (৭৮), বিহার ইউনিয়নে খালেদা আখতার (১৪), পীরব ইউনিয়নে আনোয়ার হুছাইন (৩৪৫), রায়নগর ইউনিয়নে শফিউজ্জামান সাইফুল চশমা (২৮), ময়দানহাট্টা ইউনিয়নে আব্দুস সালাম (৭৫১), সাদ্দাম হোসেন আনারস (৫২), খন্দকার রমজান আলী (২১)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন