চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ১১ মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেফতার হওয়া জাহাঙ্গীরের বিরুদ্ধে ১১ মামলার সাজা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক রয়েছেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির