“নারীর প্রতি সহিংসতা বন্ধ কর,সম অধিকার নিশ্চিত কর” এই স্লোগান সামনে রেখে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখা সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলানায়তনে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ারা সানু।
লিখিত বক্তব্যে বলা হয়, নারীর প্রতি সহিংসতা বন্ধ করে সমঅধিকার নিশ্চিত করতে হলে পুরুষতান্ত্রিকতা, ধর্মান্ধতা মৌলবাদ এবং বৈষম্যমূলক আইনের পরিবর্তন অত্যন্ত জরুরি। বিগত বছরের তুলনায় দলগত ধর্ষণ, পারিবারিক সহিংসতাসহ বৈবাহিক ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সহসভাপতি মাহাবুবা খাতুন, মিনতি ঘোষ, সুমিত্রা বেসরা, অর্থ সম্পাদক রত্মা মিত্র, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, সদস্য রোকসানা বিলকিস, রেহেনা বেগম, শুক্লা কুন্ডু, অনামিকা পান্ডে এবং জেলা কমিটি ও পাড়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ