আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ৭৫’এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের যেই উন্নয়ন অগ্রযাত্রা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান প্রেমিরা, আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নয়নের মাইল ফলক স্পশ করেছে। শেখ হাসিনার উন্নয়নমুখী রাজনীতির কারণে নৌকা এখন শুধু আওয়ামী লীগের দলীয় প্রতিক নয়, বাংলাদেশের মানুষের কাছে উন্নয়নের প্রতিক এখন নৌকা। তাই আগামী ২৮ নভেম্বর দেশের মানুষ নৌকাকেই বেছে নিবেন। এক্ষেত্রে যারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী হয়েছেন তারা শুধু দলের কাছেই বেইমান নয়, দেশের মানুষের কাছেও উন্নয়ন বিরোধী বেইমান হিসেবে চিহ্নিত হবেন।
শুক্রবার মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।
মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল