২৬ নভেম্বর, ২০২১ ২০:৫৪

নবীনগরে খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নবীনগরে খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়াকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। খুন করার অভিযোগে নিহতের ভাই মো. ইব্রাহিম নেওয়াজ বাদী হয়ে খাগাতুয়া গ্রামের কাজী সিরাজুল ইসলাম রউফ মিয়াকে প্রধান আসামি করে এজাহার নামীয় ১১ জন ও অজ্ঞাতনামা ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজাহারভুক্ত আসামি খাগাতুয়া গ্রামের মো. লাল মিয়া, মো. জজ মিয়া ও নাসিমা বেগমকে রাতেই গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার সকালে আদালতে নেওয়া হয়েছে এবং মাসুদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিকেলে জানাজা নামাজ শেষে খাগাতুয়া গ্রামে তার লাশ দাফন করা হয়। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, খুনের ঘটনায় গতকাল রাতেই মামলা হয়েছে। এজাহার নামীয় ১১জন ও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ ব্যক্তি রয়েছে। এজাহারভূক্ত আসামি খাগাতুয়া গ্রামের মো. লাল মিয়া, মো. জজ মিয়া ও নাসিমা বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর