২৮ নভেম্বর, ২০২১ ১০:০০

ইউপি নির্বাচন: নরসিংদীর ২২ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু

নরসিংদী প্রতিনিধি

ইউপি নির্বাচন: নরসিংদীর ২২ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নানা শঙ্কা, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিয়ে নরসিংদীতে শুরু হয়েছে ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আজ রবিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে। 

সকাল থেকেই কেন্দ্র গুলোতে নারী পুরুষ ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮২ জন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একই সাথে ৭০৭ জন ইউপি সদস্য ও ২১৩ জন সংরক্ষিত নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৪ লাখ ৫৭ হাজার ৮৯৭ ভোটারের তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। 

অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নিবাচন সম্পর্ন করতে র‌্যাব,পুলিশ, বিজিপি, আনসারসহ বিপুল পরিমান আইন শৃঙ্খলা বাহিনির সদস্যরা মাঠে রয়েছে। সহিংসতা এড়াতে পুলিশের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর