বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ এর অফিসার্স মেস ও নাবিক নিবাসের উদ্বোধন এবং উপকূলবর্তী প্রান্তিক জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করলেন মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। রবিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলে মায়ানমার হতে বাংলাদেশের সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধ, মাদক দ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধ, সমুদ্র সীমানায় চোরাচালান দমনসহ কোস্ট গার্ড এর সার্বিক কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে রবিবার
ওই স্টেশনে অফিসার্স মেস ও নাবিক নিবাস উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহা-পরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। ওই স্টেশনের অফিসার্স মেস ও নাবিক নিবাস উদ্বোধনের মাধ্যমে পূর্ব জোনের অপারেশনাল কার্যক্রম আরও বেগবান হবে মর্মে আশা করা যায়।
তিনি আরও বলেন, এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহা-পরিচালক বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক টেকনাফ উপকূলবর্তী প্রান্তিক জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ হিসেবে লাইফ জ্যাকেট, লাইফবয়, রেডিও, টর্চ লাইট ও রেইনকোট বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এএ