কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকা থেকে সাড়ে ৪০০ পিস ইয়াবাসহ কবির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে অভিযান পরিচালনা করে র্যাব তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ কবির হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কদমতলী গ্রামের নূরুল ইসলামের ছেলে।
র্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কবির হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর