বগুড়া সদরে যাত্রবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছে। সোমবার সকাল পৌনে ১১টায় এরুলিয়াতে বগুড়া-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল ছিলিমপুর উত্তরপাড়ার মমতাজ মহরীর ছেলে।
জানা যায়, এরুলিয়া বাজার এলাকার কাফেলা কোল্ড ষ্টোরের সামনে মোটরসাইকেল করে নঁওগা দিকে যাচ্ছিলেন নজরুল ইসলাম। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা যাত্রাবাহী একটি বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেটিকে ধাক্কা দেয়। এতে নজরুল মহাসড়কে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শামিম জানান, দুর্ঘটনায় আহত হয়ে একজন হাসপাতালে এসেছিলেন। চিকিৎসাকরা ওনাকে মৃত ঘোষণা করেছেন।
বিডি প্রতিদিন/এএ