৭ ডিসেম্বর, ২০২১ ২১:৩৮

ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগের ৭ প্রার্থী

ফেনী প্রতিনিধি

ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগের ৭ প্রার্থী

প্রতীকী ছবি

ফেনীতে দুই উপজেলায় বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত ৭ ইউপি চেয়ারম্যান প্রার্থী। দাগনভূঞা উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে এবং সোনাগাজী উপজেলার ৯টি ইউপির মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।

চেয়ারম্যান হতে যাওয়া ব্যক্তিরা হলেন-দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নে নূর নবী, রাজাপুর ইউনিয়নে জয়নাল আবেদীন মামুন, পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নে মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউনিয়নে আবুল ফোরকান বুলবুল ও মাতৃভূঞা ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন।

এছাড়া সোনাগাজী উপজেলার মোঙ্গলকান্দি ইউনিয়নে মোশারফ হোসেন বাদল ও মুতিগঞ্জ ইউনিয়নে রবিউজ্জামান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করা ১২ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একমাত্র জায়লস্কর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ মিলনের সাথে সাংবাদিক রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির ৪ প্রার্থীর মনোনয়ন বিভিন্ন কারণে নির্বাচন কর্মকর্তা বাতিল করেছেন বলে জানা যায়। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলার ২ ইউপি ছাড়া দুই উপজেলার সকল ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর