বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন দফতরের ৫২টি গাড়ি অংশগ্রহণ করে। গাড়িগুলোতে জেলায় বিভিন্ন এলাকায় কর্মকাণ্ড সম্বলিত ব্যানার, ফুল ও ফিতা দিয়ে সজ্জিত করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন।
উদ্বোধনের পূর্বে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুর রহমান শেখ প্রমুখ।
শোভাযাত্রাটি শহীদ রেলওয়ে খুশি রেলওয়ে মাঠ থেকে শুরু করে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক হয়ে ইউটার্ন নিয়ে ফিরে এসে বালিয়াকান্দির সোনপুর হয়ে কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি দেখতে রাস্তায় শত শত উৎসুক জনতা ভিড় করেন।
বিডি প্রতিদিন/কালাম