রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় সাগর কুমার বিশ্বাস (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত তরুণ জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকার যতীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে সাগর নিহত হন। তিনি নাকি সাগর ভররামদিয়া এলাকায় রেল লাইন দিয়ে হাঁটছিলেন। তার কানে হেড ফোন ছিল।
এ সময় পেছন থেকে গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস চলে আসে। এতে কানে হেডফোন থাকায় ট্রেনের আওয়াজ শুনতে না পারায় ধাক্কা খান সাগর। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলেও তিনি মাসুদ জানান।
বিডি-প্রতিদিন/শফিক