চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের খানসামার ৬টি ইউপির একটি ইউপিতে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজার প্রতিদ্বন্দিতা সবার নজর কেড়েছে। অপরদিকে, বিএনপি-জামায়াত দলীয় প্রতীকে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র পরিচয়ে মাঠে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলটির ১৭ নেতা।
খানসামার গোয়ালডিহি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজার লড়াই ভোটারদের দৃষ্টি কেড়েছে। ভোটাররা চাচা-ভাতিজার মধ্যে কাকে বেছে নেবে এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানান আলোচনা। আপন বড়ভাইয়ের ছেলে ভাতিজা বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী মো. আইনুল হক শাহ (আর চাচা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্বাস আরেফিন শাহ্ (ঘোড়া)।
বিজয় ছিনিয়ে আনতে ভোটারদের দ্বারে দ্বারে চাচা-ভাতিজা দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী ময়দান। চাচা আর ভাতিজাকে ঘিরে মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। বংশ পরম্পরায় এ পরিবারের খানসামায় বেশ সুনাম রয়েছে। এই গোয়ালডিহি ইউপিতে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজা ছাড়াও প্রার্থী হয়েছেন আরও ৫ জন।
খানসামার ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের পক্ষে নেতাকর্মীরা প্রচার প্রচারণায় নামলেও উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। তাই কাউকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। কেউ ব্যক্তিগতভাবে নির্বাচন করতেই পারেন।
উল্লেখ্য, খানসামার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৫ প্রার্থী ও জাপা মনোনীত ২ প্রার্থী ছাড়াও ২৬ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ২২০ জন এবং সংরক্ষিত পদে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থীসহ ৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চতুর্থ ধাপে খানসামার ৬ ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা