মৌলভীবাজাররের শ্রীমঙ্গলে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্য মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ওয়ান মাস্ক ওয়ান স্টুডেন্ট’ এই কর্মসুচির আওতায় জেলা পরিষদ অডিটরিয়ামে এসব মাস্ক বিতরণ করা হয়।
বাংলাদেশ মিশন-এর সহোযোগিতায় উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীকে মাস্ক দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকতা নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
রক্তব্য রাখেন বাংলাদেশ মিশনের বিজনেস ম্যানেজার মাইকেল ওয়েন মার্ফি, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ বর্ধন, ওসি শামীম আল রশিদ তালুকদার।
বিডি প্রতিদিন/কালাম