লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় ট্রেনের ধাক্কায় শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (১০০)। তিনি জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, ইয়াকুব আলী সোমবার সকালে তার ছোট ছেলের বাড়িতে সকালে খাওয়া দাওয়া শেষে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ট্রেন। ট্রেনের হর্ণ বাজা সত্ত্বেও সরে না যাওয়ায় চলন্ত ট্রেনটি ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ঐ ব্যক্তি কানে শুনতো না। ট্রেন আসার শব্দ শুনতে পায়নি।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি বাহালুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা