বগুড়ার সোনাতলা উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের মৃত জামাল উদ্দিন চৌধুরীর ছেলে জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন চৌধুরীর গ্রামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল একটি পেয়ারা গাছ বেয়ে সীমানা প্রাচীর টপকিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর সিঁদ কেটে ঘরের ভেতর ঢুকে সিসি ক্যামেরার একটি মনিটর ভেঙে ফেলে। পরে স্টিলের আলমারীর তালা ভেঙে প্রায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র ও কাপড় চুরি করে নিয়ে যায়।
স্থানীয় লোকজন আরও জানান, সীমানা বেষ্টিত বিশাল আকৃতির ওই বাড়িতে মোশারফ হোসেন চৌধুরীর ছোট বোন ও তার কলেজ পড়ুয়া মেয়ে থাকেন।
মোশারফ হোসেন চৌধুরীর ছোট বোন হেলেনা আকতার জানান, শব্দ পেয়ে ঘুম থেকে জেগে দেখি ধারালো অস্ত্রধারী ৭/৮ লোক। কথা বললে কিংবা চিৎকার করলেই প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় তারা।
এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। গত রবিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এছাড়াও তিনি আরও জানান, পুলিশ এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার রেকর্ড মেমরি কার্ড সংগ্রহ করে তা পর্যবেক্ষণ করছে।
বিডি প্রতিদিন/কালাম