পঞ্চগড়ে অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ সভার আয়োজন করে।
সোমবার দুপুরে পঞ্চগড় পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন। সভায় সুজনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সুজনের সভাপতি একেএম ফজলে নুর বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, এনজিও দারিদ্র কল্যাণ সংস্থার প্রধান মো. শাহ জালাল, ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার নামিজউদ্দিন, সাংবাদিক ডিজার হোসেন বাদশা, জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকি, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে। মতবিনিময় সভায় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/এমআই