গাজীপুরের শ্রীপুরে ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শ্রীপুর উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গোসিংঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
গোসিংঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল হক সরকার রিপনের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আসাদুজ্জামান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধ নূর মোহাম্মদ ফকির, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু।
আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন দিলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, গোসিংঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. সাইদুর রহমান শাহিন। উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই