বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের চাপায় আব্দুর রাজ্জাক (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এই তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে প্রয়োজনীয় কাজ শেষ করে আব্দুর রাজ্জাক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাক নিহত হন।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনা কবলিত কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম