গণশুনানীতে বিভিন্ন সমস্যার কথা শুনতেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। রাজবাড়ীতে যোগদানের পর চলে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ। বছরটিতে অসহায় মানুষের পাশে থাকার উদ্যোগ গ্রহণ করেন তিনি। শুরু করেন ভ্যান ও রিক্সা বিতরণ। মুজিববর্ষে ১০০টি ভ্যান রিক্সা বিতরণ করে সেই স্বপ্ন পূরণ করলেন তিনি।
আজ সোমবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব চত্তরে ১৭টি ভ্যান-রিক্সা বিতরণের মাধ্যমে ১০০টি ভ্যান রিক্সা বিরতণ কর্মসূচি শেষ করেন। জেলার বিভিন্ন উপজেলার হতদরিদ্র ২৭ জন ব্যক্তিকে রিক্সা ও গ্রামের বিভিন্ন হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে ৭৩টি ভ্যান বিতরণ করেন। বিতরণের শেষ দিনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদারিদ্রদের মধ্যে ভ্যান রিক্সা তুলে দেন।
বিডি প্রতিদিন/এএ