ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে পুলিশের ব্যতিক্রমী ‘একই মঞ্চে সকল প্রার্থী’ অনুষ্ঠান শুরু হয়েছে।
জেলা পুলিশ প্রশাসনের দিক নির্দেশনায় আখাউড়া থানা পুলিশ শনিবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর স্টেশন সংলগ্ন মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকল প্রার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ওই ইউনিয়নের ৪ জন চেয়ারম্যান, ৭ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩১ জন সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হাসিমুখে একে অপরের হাত ধরে মঞ্চে এসে নির্বাচনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। সবাই অঙ্গীকার করেন নির্বাচনে জয় পরাজয় যাই হোক তা হাসিমুখে মেনে নেবেন। বিজয়ী হলে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। পরাজিত হলে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। অনুষ্ঠানে বিভিন্ন পদের ৪২ জন প্রার্থী উপস্থিত ছিলেন।
প্রার্থীরা বলেন, জনগণের সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে সুখে-দুখে মানুষের পাশে থাকব। সরকারি সকল সুযোগ সুবিধা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিব। মাদক মুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ রোধ করা, নারী নির্যাতন বন্ধ করা, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন। রাস্ত-ঘাটের উন্নয়নসহ এলাকার উন্নয়ন মূলক কাজ করবেন। জনগণ যাকে যোগ্য মনে করবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। জয় পরাজয় হাসিমুখে মেনে নেব। নির্বাচিত হলেও জনগণের সেবা করব না হলেও জনগণের পাশে থাকব। প্রার্থীরা প্রশাসনের নিকট সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এ অনুষ্ঠান আয়োজনের ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে আয়োজনের লক্ষ্যে এ অনুষ্ঠানের করেছি। প্রার্থীরা অঙ্গীকার করেছেন তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। জয় পরাজয় হাসিমুখে মেনে নেবেন। নির্বাচনের পরও যেন কোন বিশৃঙ্খলা না হয় সেটাই আমাদের উদ্দেশ্য।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার আখাউড়ায় দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন