কোন প্রার্থী কারো মন্দ-নিন্দা বলা যাবে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। নির্বাচন সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এটা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর। নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মাঠে থাকবে। বিশৃঙ্খলা চেষ্টাকারী যেই হোক না কেন আইন সকলের জন্য সমান।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার এসব কথা বলেন। তিনি বলেন, 'যারা মানুষের দুঃখ, কষ্ট বুঝবে, সবার উপকার করবে, সবদিকে খেয়াল রাখবেন এমন জনপ্রতিনিধি সবাই চায়।'
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারদের আয়োজনে ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস অডিটোরিয়ামে সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো. রেজাউল করিম।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সভার বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর (মধুখালি সার্কেল), ওসি মোহাম্মদ নুরুল আলম, শেখর ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো.আবুল কালাম আজাদ, রুপাপাত ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. হেমায়েত হোসেন মোল্যা, ময়না ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পলাশ বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান মিলন, আশরাফুল আলম, গুনবহার স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান, সংরক্ষিত মহিলা প্রার্থী নাজমা বেগম, রেকসোনা বেগম, ইউপি সদস্য প্রার্থী তৈয়ব মোল্যা প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবিএম আজমল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুর রহিম, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু আহাদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান, সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এ উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সাধারণ সদস্য পদে ৩৫১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় ইউএনও তৌহিদ এলাহীর সভাপতিত্বে জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা) বক্তব্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমদের পরিচালনায় থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, রিটার্নিং কর্মকর্তাবৃন্দসহ তিন ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ উপজেলার তিনটি ইউনিয়নে ১৯জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন