বগুড়ার নন্দীগ্রামে নৌকা মার্কার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়। সোমবার বিকেল ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের ত্রি-মহুনী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নৌকা মার্কার প্রার্থী হাফিজুর রহমান নান্টুর কর্মীরা বিকেল ৩টার দিকে নির্বাচনী মিছিল বের করে। পরে তারা ত্রি-মহুনী বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের আনারস মার্কার অফিস ভাঙচুর করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আনারস মার্কার কর্মী রানা রবিদাস (১৯) ও নৌকা মার্কার কর্মী ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্তকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নৌকা মার্কার প্রার্থী হাফিজুর রহমান বলেন, সকাল ১০টার দিকে তার কর্মী বৈদ্যনাথ মহন্তকে আনারস মার্কার কর্মীরা মারধর করে। এর জের ধরে বিক্ষুব্ধ কর্মীরা অফিসে হামলা চালায়।
অপরদিকে, আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন বলেন, বৈদ্যনাথকে তার কোনো কর্মী মারধর করেনি। আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নৌকার কর্মীরাই তাকে মারধর করেছে। আর আমার নির্বাচনী অফিসে নৌকা মার্কার প্রার্থীর কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে।
নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হরিদাস মন্ডল বলেন, আনারস মার্কার অফিস ভাঙচুরকে কেদ্র করে সেখানে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই