আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন চেয়ারম্যান পদে। কিন্তু ডাকাতি মামলায় আটক হয়ে গেলেন জেলহাজতে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, সদরপুরের নারকেলবাড়িয়া ইউনিয়নের মুলাই হাজীর কান্দি গ্রামের শামসুল হক হাওলাদার (সোনা মিয়া)’র ছেলে আলমগীর হাওলাদার (৫০) আসন্ন ইউনিয়ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নারকেলবাড়িয়া ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর তিনি এলাকায় নির্বাচনী প্রচারণাও শুরু করেন। গত রবিবার সদরপুর থানা পুলিশ উপজেলা চত্বর থেকে আলমগীর হাওলাদারকে আটক করে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। চেয়ারম্যান প্রাথী আলমগীর হাওলাদারের গ্রেফতারে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই বলেছেন, আলমগীর হাওলাদার ডাকাতির সাথে জড়িত রয়েছে এটি তারা জানতেন না।
এ বিষয়ে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, আলমগীর হাওলাদারের বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। ২০১২ সালের সেই ডাকাতি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী হয়। সে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। তিনি আরো বলেন, শ্রীনগর থানায় তার বিরুদ্ধে যে ডাকাতি মামলাটি হয় সেই মামলা নং-১০ (৭) ২০১২ইং।
আগামী ৫ জানুয়ারি ফরিদপুরের সদরপুরে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন