নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় খেলার সরঞ্জাম তাস ও নগদ জব্দ করে পুলিশ। সোমবার সকালে আটককৃত আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে । এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মুছাপুর ইউনিয়নের বাসিন্দা এডিসিন লিটন (৪৫) জাহাঙ্গীর আলম (৪৩) মাইনুল হাসান (৪০) রুমন ওরফে ধারা ভাষ্যকর রুমন ( ৪৭) জাহিদ (৪৪) আব্দুল কাউসার (৪২) মাহির (৩৮) সবুজ ওরফে হান্ডি সবুজ (৪৪)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। সোমবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম