বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় বাঘের চামড়া কেনাবেচা চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে র্যাব। এ সময় উদ্ধার হয়েছে একটি বাঘের চামড়া। বন্যপ্রাণী পাচারকারী চক্রের গ্রেফতারকৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের কোরেশ মাহমুদের ছেলে আজিজুর রহমান (৪৫) ও একই জেলার সোনাডাঙ্গা গ্রামিন আবাসিকের (গামা সড়ক) জামাল খানের ছেলে সাইদ খান (৩৫)।
র্যাব-৬ জানায়, সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগার হত্যা করে চামড়া বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় বেচাকেনা হবে এমন সংবাদের ভিত্তিতে রবিবার র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময়ে বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সদস্য র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালানোর চেষ্টাকালে আজিজুর রহমান ও সাইদ খান নামে দুইজনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় একটি রয়েল বেঙ্গল টাইগারের চামড়া। চামড়াসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সদস্যের নামে মামলা দিয়ে তাদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম