মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি ইউনিয়নে নির্বাচনী ক্যাম্প উদ্বোধনে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় এক চেয়ারম্যান প্রার্থীর পাঁচজন কর্মী আহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে কদমবাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-শুভ বিশ্বাস (২০), তপু বিশ্বাস (২১), রথীন বিশ্বাস (২২) ও বিভাস বাড়ৈসহ (২১) পাঁচজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আড়ুয়াকান্দি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী দীনেশ বিশ্বাস কমদবাড়ি থেকে বড়খোলা এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যায়। কিন্তু পথে তার নির্বাচনী প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে পাঁচজন আহত হয়।
এ বিষয়ে রাজৈর থানার ওসি শেখ সাদি বলেন, কদমবাড়িতে রাতে একটি হামলার ঘটনা ঘটেছে। সেখানে স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ নিয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই