বাগেরহাটের দশানীর মোড়ে ট্রাক চাপায় সুমন শেখ (৩২) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বাগেরহাট শহরের মুনিগঞ্জ স্টাফ কোয়ার্টার এলাকার সিদ্দিক শেখের ছেলে। তিনি বিকাশকর্মী ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, বাগেরহাট- খুলনা মহাসড়কের দশানীর মোড়ে পৌর পার্ক থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠে ডাইনে ঘুরতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তা হাত বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত ট্রাকটি পালিয়ে গেলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে দেখেন যে, মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা গেছেন।
তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ