নেত্রকোনার আটপাড়ায় মা ও বোনের ঝগড়া থামাতে মাকে ফিরিয়ে আনতে গেলে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছেন। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম পিয়াস মিয়া (১৯)। তিনি আটপাড়া উপজেলার বানিয়াগাতি গ্রামের মজু মিয়ার ছেলে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে ধরার চেষ্টা চলছে।
ওসি আরও জানান, জমি সংক্রান্ত এবং পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় রুমেলা আক্তার (৫০) ও তার মেয়ে হেনা আক্তারের (৩০) বিরোধ লাগে। উপজেলার শ্রীরামপাশা গ্রামে জনৈক রাসেল মিয়ার ধানী পতিত জমিতে বিরোধ চলাকালে মা বোনের সৃষ্ট ঝগড়া থামতে রুমেলা আক্তারের ছেলে পিয়াস মাকে নিয়ে আসতে যান। মাকে ফিরিয়ে আনতে গেলে শ্রীরামপাশা গ্রমের মৃত লালু ফকিরের ছেলে বোন জামাই (দুলাভাই) সুনু ফকিরের (৪৫) সঙ্গে মারামারি হয় শ্যালক পিয়াসের। একপর্যায়ে দুলাভাইয়ের হাতে থাকা ছুরি দিয়ে পিয়াস মিয়ার গলায় টান দেন। এতে কেটে গুরুতর রক্তাক্ত হন পিয়াস। তখন সেখানে উপস্থিত থাকা লোকজন পিয়াস মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ