মেহেরপুরে ট্রাকের ধাক্কায় তাহের আলী (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাথুলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের আলী সদর উপজেলার শেখ পাড়র মৃত শুকুর শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-কাথুলী সড়কে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৮-২১০৯) পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক তাহের আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা-খান জানান, ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম