শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বরিশাল নগরীর ওয়াপদা কলোনীর নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশনের কাউন্সিলর-কর্মকর্তা এবং জেলা ও মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া মঙ্গলবার সকালেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে টর্চার সেলের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ এবং কাউন্সিলররা। পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণে সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি কেএম জাহাঙ্গীর পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ৯টায় জেলা ও মহানগর বিএনপি’র পক্ষে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বিডি প্রতিদিন/কালাম