গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে সিরাত হোসেন (২৩) ও একই উপজেলার সফিপুর তালতলী মাঠ এলাকার সেলিম মিয়ার ছেলে জনি মিয়া (২০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর তালতলী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে সিরাত ও জনি । সোমবার রাতে সিরাত ও জনিসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী সফিপুর বাজারে মাদকদ্রব্য বেচাকেনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই জনি ও এসআই জাহেদুল ইসলামসহ একদল গোয়েন্দা পুলিশ রাত ৮টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে সিরাত ও জনিকে গ্রেফতার করা গেলেও বাকী মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য অনুমান প্রায় ৩০ হাজার টাকা। ওই রাতেই গ্রেফতারকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, জেলা গোয়েন্দা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর থানায় একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাতজে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম