বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। এর আগে বণার্ঢ্য শোভাযাত্রায় অংশ নেন সাংসদ আসাদুজ্জামান নূর। বুধবার সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এতে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক বক্তব্য দেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় ১০০ জনের মাঝে পুরস্কার বিতরণ এবং দরিদ্র দুইশ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ