২৪ জানুয়ারি, ২০২২ ২১:২৮

রাঙামাটির বিলাইছড়িতে বিদ্যুতের সাবস্টেশন চালু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বিলাইছড়িতে বিদ্যুতের সাবস্টেশন চালু

বিদ্যুতের সাব স্টেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রাঙামাটির দুর্গম উপজেলা বিলাইছড়িতে। আজ সোমবার বেলা ১১টায় বিলাইছড়ি উপজেলা সমাজ সেবা কার্যালয়ের পাশে ৩৩/১১ কেভি বিদ্যুৎ সরবরাহ সাবস্টেশনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এ সময় বিলাইছড়ি উপজেলা জোন কমান্ডার লে. কর্নেল মো. ইসরাত হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, বিদুৎ সরবরাহ প্রকল্পের প্রকৌশলী যত্নমানিক চাকমা, প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় পাহাড় এখন বিদ্যুতের আলোয় আলোকিত। বিলাইছড়িতে একটা সময় বিদ্যুৎ সরবরাহ করা হতো কাপ্তাই উপজেলা থেকে। যার কারণে এ উপজেলার ২টি ইউনিয়ন বড়থলি ও ফারুয়া ইউনিয়ন বাসী এখনো বিদ্যুতের মুখ দেখেনি। এ সাবস্টেশন হওয়ার পর আশা করছি ওই দুর্গম ইউনিয়নও বিদ্যুতের আলোয় আলোকিত হবে। 

তিনি আরও বলেন, খুব দ্রুত জুরাছড়ি উপজেলায়ও সাবস্টেশন চালু করা হবে। কাজও প্রায় সম্পন্ন। পাহাড়ের মানুষের অন্ধকারের দিন শেষ। সড়ক, স্কুল, কলেজ উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল করতে সরকার পাহাড়ের মানুষকে বিভিন্ন সুযোগ দিচ্ছেন। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর