২৬ জানুয়ারি, ২০২২ ২১:২২

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি:

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর বাজারে পাঁচটি প্রতিষ্ঠানে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদরপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জেলা মূখ্য পরিদর্শক মো. গোলাম ছরওয়ার তালুকদার ও সদরপুর থানা পুলিশ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় একটি পাটের গোডাউনে ভেজা পাট সংরক্ষণ করা, তিনটি চালের আড়তে পণ্যের মোড়ক ব্যবহার না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ১টি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত জানায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাসুদ।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর